চলতি শতকের দ্বিতীয় দশকের অন্যতম আলোচিত ছবি হলিউডের ‘বয়হুড’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটির জন্য বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত হন নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার।
২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুটিং করা এই চলচ্চিত্রের মূল চরিত্র ম্যাসনের ৬ থেকে ১৮ বছরের বেড়ে ওঠা তুলে ধরা হয়। আর এক্ষেত্রে অভিনয়শিল্পীও থাকে অপরিবর্তিত। ‘বয়হুড’ মূলত মানবিক অভিজ্ঞতার এক গভীর পর্যবেক্ষণ যা লিঙ্কলেটারকে তার দশকের অন্যতম সেরা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে। ১২ বছরের এই দীর্ঘ নির্মাণ তাকে সেরা পরিচালক হিসেবে এনে দেয় বহু পুরস্কার!
সেই ছবির পর এবার ‘ব্লু মুন’ নিয়ে ফিরছেন এই তুখোড় নির্মাতা। এরইমধ্যে আসন্ন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সেই সিনেমা। বার্লিন কর্তৃপক্ষ লাইন-আপ প্রকাশের পর পরই রিচার্ড লিঙ্কলেটারের ‘ব্লু মুন’ নিয়ে আলোচনা সর্বোত্র!
লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিটি ‘রজার্স অ্যান্ড হার্ট’ গানের লেখকদলের সদস্য লরেঞ্জ হার্টের শেষ দিনগুলো নিয়ে একটি পিরিয়ড ড্রামা। বার্লিনালে যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। নতুন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইথান হক, মার্গারেট কোয়ালি, ববি ক্যানাভালে এবং অ্যান্ড্রু স্কট।

এরমধ্য দিয়ে বার্লিন প্রতিযোগিতায় লিঙ্কলেটারের এটি চতুর্থ অংশগ্রহণ। ২০১৪ সালে তার চলচ্চিত্র ‘বয়হুড’-এর জন্য তিনি সিলভার বিয়ার সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন।
শুধু রিচার্ড লিঙ্কলেটার নয়-এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে রয়েছে মিশেল ফ্রাঙ্কো এবং হং সাং সু’র নতুন চলচ্চিত্র।









