৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা নির্মাণের নাম ঘোষণার হিড়িক পড়েছে। সাম্প্রতিক বহু ঘটনাকে যেমন সিনেমায় তুলে ধরার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েও এলো সিনেমা নির্মাণের ঘোষণা।
খালেদা জিয়াকে নিয়ে ঘোষিত ছবির নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম কে জামান। ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।
নির্মাতা জানিয়েছেন, ছবির পাণ্ডুলিপির কাজও শেষ করেছেন তিনি। চলছে প্রি-প্রোডাকশনের কাজ। শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবর থেকে।
১৮ আগস্ট সিনেমাটির নাম পরিচালক সমিতির খাতায় নিবন্ধন করা হয়েছে বলে জানা গেছে। নির্মাতা এ কে জামান জানান, এটা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়। এই ছবি নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে। এরমধ্যে ম্যাডামের (বেগম জিয়া) নানা তথ্য সংগ্রহ করেছি। জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি দেখতে হবে।’
তবে খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করছেন তা এখনোই জানাতে চাইছেন না নির্মাতা।









