বছর কয়েক আগে ‘সহজপাঠের গপ্পো’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তরুণ নির্মাতা মানসমুকুল। সেই ছবিটি ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলো।
এবার মানস নির্মাণ করতে যাচ্ছেন নিজের দ্বিতীয় সিনেমা! যে সিনেমায় মুখ্য চরিত্রে বেছে নেয়ার পরিকল্পনা করছেন দুই দেশের দুই গুণী অভিনয়শিল্পীকে। একজন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, এবং অন্যজন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি!
খবরটির সত্যতা নির্মাতা নিশ্চিত করেছেন কলকাতার শীর্ষ দৈনিক আনন্দবাজারের অনলাইন ভার্সনকে৷ যেখানে মানস বলেছেন, আফসানা মিমির সাথে সাক্ষাৎ করতে খুব শিগগির ঢাকায় আসছেন তিনি।
পরিচালকের বলেন,“মনের মতো গল্প না পেলে ছবি বানানোর তাগিদ জাগে না। তাই দ্বিতীয় ছবি বানাতে এতটা সময় নিয়ে নিলাম।”
একই সঙ্গে এ-ও জানিয়েছেন, নিজের গল্প নিয়েই তার পরের ছবি তৈরি হচ্ছে। এ বারের ছবিতে টানটান নাটকীয়তা থাকবে। চিত্রনাট্য তৈরি। অভিনেতারা সময় দিলেই তিনি ফ্লোরে যাবেন। পাশাপাশি, হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়েও ছবি বানানোর ইচ্ছে মানস মুকুলের। নিজে আরও একটি ছবির গল্প লিখছেন।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/11/mimi-mithun-750x536.jpg)








