ঈদ চলে গেছে প্রায় মাস খানেক হতে চললো। এরমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি নতুন ছবি। যদিও ‘তুফান’-এর চাহিদা এখনো তুঙ্গে। তবে শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেল শবনম ফেরদৌসী পরিচালিত ছবি ‘আজব কারখানা’!
দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
নির্মাতাসূত্রে জানা গেছে, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিট। মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমা হলে বিকেল ৫টা ১০ মিনিট। এছাড়াও যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলবে ছবিটি।
একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ‘আজব কারখানা’র গল্প। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন এই রকস্টার। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিল্পীর জীবন-সংগ্রামের কথা। এই রকস্টারের ভূমিকার অভিনয় করেছেন পরমব্রত।
শবনম ফেরদৌসী বলেন, মানুষের অস্তিত্ব, কর্মকাণ্ড সবটাই তো আজব। বিষয়গুলোকে একজন শিল্পীর জীবন-সংগ্রামের মধ্য দিয়ে তুলে ধরেছি। একজন রকস্টারের সঙ্গে বাংলাদেশের লোকশিল্পীদের দেখা হয়, প্রান্তিক পর্যায়ের এই শিল্পীদের জীবনধারা উঠে আসে ছবিতে। এতে শহর থেকে গ্রাম- দুই জীবনের চিত্রপট থাকায় টিম ‘আজব কারখানা’কে ছুটতে হয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, নেত্রকোনাসহ বিভিন্ন অঞ্চলে।
এ ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।
আজব কারখানা প্রযোজনা করেছেন টেলিভিশন ব্যক্তিত্ব সামিয়া জামান। ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।
২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয় সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সেও প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।









