হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা প্রয়োজনীয় চ্যাট লুকিয়ে রাখতে চান অনেকেই। আর তাদের জন্যই এবার সুখবর নিয়ে এল অ্যাপটি। এবার থেকে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন ব্যবহারকারীরা।
একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছে, হোয়্যাটসঅ্যাপের চ্যাট লকের ক্ষেত্রে সিক্রেট কোড ফিচার চালু করা হচ্ছে। যা পাসওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যাটকে সুরক্ষিত করতে পারবে। তিনি জানান, এখন থেকে আপনি আপনার লক করা চ্যাট শুধুমাত্র তখনই দেখাবেন, যখন আপনি সার্চ বারে সিক্রেট কোড দেবেন।
সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখতে ‘চ্যাট লক’ ওপেন করে কোড সেট করতে হবে। বাই ডিফল্ট এই ফিচারটি নির্দিষ্ট কিছু চ্যাটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখে। এটিকে সক্রিয় করলেই সেটি চ্যাট লিস্টের ঠিক ওপরে একটি ডেডিকেটেড ফোল্ডারে দৃশ্যমান হবে।









