জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর নতুন ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ হিসেবে মনোনীত হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
আজ (২১ আগষ্ট) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ৩ (ঝ) ধারা মোতাবেক এই নিয়োগ প্রদান করেছেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বরত হুমায়ুন পারভেজ খানকে দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ঙ) এবং (ছ) ধারা মোতাবেক দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ‘উচ্চ পরিষদ সদস্য’ হিসেবে মনোনীত করায় মোমিনুল আমিনকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
এছাড়াও দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ছ) ধারা মোতাবেক ফারুক চৌধুরীকে ‘ভাইস চেয়ারম্যান’ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। আজ থেকে দলটির এসব পদায়ন কার্যকর হবে বলেও জানানো হয়েছে।







