স্যোশাল মিডিয়ায় বিদেশীর সাথে প্রেম, প্রতারণা ও প্রেমের টানে বাংলাদেশে আসার ঘটনা প্রায়শই সংবাদ হয়! এবার এমন এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মতিনের ফরেন বউ’। শুক্রবার পায়রা এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউভ চ্যানেলে মুক্তিও পেয়েছে নাটকটি।
সোহাগ বিশ্বাসের রচনা ও বাপ্পীখানের পরিচালনায় নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ আর শাহমির ও জেবা জান্নাত। আরো অভিনয় করেছেন হান্নান শেলী, রেশমা আহমেদ, জিসান ও সোহাগ বিশ্বাস। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা।
নাটকের কাহিনীচিত্রে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সালমান শাহ নামের একজনের সাথে প্রেম করেন বিদেশীনীর চরিত্রে অভিনয় করা জেবা জান্নাত। প্রেমের টানে বাংলাদেশে চলে আসেন তিনি। বিমানবন্দরে তাকে রিসিভ করেন মতিনের নাম ভূমিকায় অভিনয় করা এ আর শাহমীর। তিনি গ্রামের ছেলে-তবে কিছুটা স্মার্ট ও স্টাইলিশ। তিনিই ফেসবুকে নায়ক সালমান শাহ’র নামে ফেইক আইডি খুলে বিদেশীনী জেবা জান্নাতের সাথে প্রেম করেন। মতিন তাকে গ্রামে নিয়ে আসলে এলাকার সবাই ভাবতে থাকে মতিন বিয়ে করে বিদেশী বউ নিয়ে এসেছে। এভাবেই গ্রামের মানুষের ভাবনা চিন্তা-কমেডি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় নাটকের কাহিনী।







