গেল মার্চে আঁলিয়স ফ্রঁসেস (ধানমন্ডি) এ অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকারের নতুন প্রযোজনা ‘বউদের পাঠশালা’র প্রথম মঞ্চায়ন হয়। তার নির্দেশনায় মঁলিয়ে- এর কমেডি নাটকটির ইংরেজি নাম ‘দ্য স্কুল ফর ওয়াইভস’। নাটকটি এবার দর্শক দেখতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
নাটকটির নির্দেশক আশীষ খন্দকার জানিয়েছেন, ‘বউদের পাঠশালা’ ১ ঘণ্টার প্রযোজনা। ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনায় এই নাটকটির স্টুডিও ভার্সন দেখবেন দর্শক।
তিনি জানান, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত নাটকটি দেখতে পারবেন দর্শক। তার জন্য অনলাইনে অগ্রিম টিকিট বুকিংও দিতে পারবেন।
নাটকের গল্পে দেখা যাবে জনবহুল প্যারিসের চৌরাস্তা মোড়- আর্নোলফির বাড়ী। কয়েকদিন পর ধনী বুড়ো তার বাসায় ফিরে আসে। ইতিমধ্যে সে তার ছদ্ম নাম রেখেছে ‘লা সূচী’। শিশু বয়স থেকে পালিত আগনিসকে বিয়ে করার ব্যাপারে মনস্থির করে। অনভিজ্ঞ আগনিস, যখন তার বয়স ছিল ছ’বছর তখন থেকেই বুড়ো আর্নোলফি তার সুন্দর ভবিষ্যত তৈরী করতে এবং নিজের জীবনের সাথে জড়াতে স্বপ্ন বিলাসী হয়। বাধিত বউদের মত আগনিসকে সেই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়াসী হয়। হঠাৎ করে আর্নোলফি তার পুরনো বন্ধু ওরেন্টোর ছেলে হোরেস-কে দেখে আনন্দে আপ্লুত হয়ে ওঠে।
যুবক হোরেস তার বাবা ওরেন্টোর আসার পূর্বেই প্যারিসে চলে আসে, আর্নোলফির অনুপস্থিতিতে আগনিসের সাথে তার দেখা হয়। হোরেস জানে না, এই সেই ছদ্মবেশী ‘লা সূচী’ যে কিনা তার বাবার পুরনো বন্ধু আর্নোলফি। হোরেস আগনিসের সাথে বাঁধনহারা প্রণয় রচনা করে। ঘটনাচক্রে, হোরেস আর্নোলফির কাছেই আগনিসকে পেতে সাহায্য প্রার্থনা করে। আর্নোলফি আগনিসের কাছে জানতে চায় যে তার অনুপস্হিতিতে এক যুবক এই বাড়ীতে আসে, এবং আপনিসের সাথে প্রণয় রচনা করে। আর্নোলফি আগনিসেক বলে, সে যা করছে সেটা হলো যৌবনের অপব্যবহার। সে আগনিসকে তার আচরণের দিকে মনযোগী হতে বলে। আগনিস শুধু মাত্র আর্নোলফিকেই বিয়ে করবে। আর্নোলফি আগনিসকে ‘বই’ দেয় এবং শিক্ষা নিতে বলে। কীভাবে বউয়েরা স্বামীর অনুগত থাকবে।
এভাবেই একটি চূড়ান্ত পরিণতির গিকে এগিয়ে যাবে ‘বউদের পাঠশালা’র গল্প। শেষ পর্যন্ত কী হয়, জানতে হলে দেখতে হবে নাটকটি।
‘বউদের পাঠশালা’ নির্দেশনা ছাড়াও নাটকটি ভাষান্তর ও ডিজাইন করেছেন আশীষ খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আমিন, তোতো তিমথীয়, রাকিবুল হাসান, মানিসা আর্চি,হীরা সরকার, মেহেদী, হেদায়েত নান্নু ও সংগীত বাড়ৈ।







