নিজের পরিচালনায় নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। তার নাটকের নাম ‘ওলট পালট’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটির চিত্রনাট্যও করছেন আবুল হায়াত। পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে নাটকটি ঈদের রাত ৯টা ৩৫ মিনিটে দেখতে পারবেন দর্শক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, শিরীন আলম, মাহমুদ, তূর্য প্রমুখ।
নাটকটি নিয়ে এরআগে আবুল হায়াত জানিয়েছেন, ‘ওলট পালট’ এর গল্প চমৎকার। ঈদের জন্য নাটকটি বানিয়েছি। আমি সব সময় চেষ্টা করি ভালো গল্প ও যত্ন নিয়ে নাটক বানাতে। এবারও তাই করেছি।
গেল মাসে ‘ওলট পালট’ এর শুটিং সময়ের একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে অভিনেতা রওনক হাসান লিখেন, ‘এখনো হায়াত ভাই যেমন ফিট! তাঁর এই বয়সে আমাদের খুঁজেই পাওয়া যাবে না! আপনার পরিচালনা, অভিনয় এবং সবচেয়ে বড় হলো আপনার সান্নিধ্য! এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া!’








