দর্শক হৃদয়ে গভীর দাগ কেটে যাচ্ছে ইকসান রনির আবেগঘন নির্মাণে তৈরি নাটক ‘বাবাও মানুষ’। বাবাদের সারাজীবনের ত্যাগ, চিন্তা, পরিশ্রম ও না–বলা যন্ত্রণার গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে।
নাটকে দেখানো হয়েছে যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়সের ভার ও দুর্ভাগ্যের কাছে পরাজিত হলে সেই মানুষটিই অনেক সময় পরিবারের কাছে ‘বোঝা’ হয়ে ওঠেন। সন্তানরা তখন আর দেখতে চায় না বাবার ক্লান্ত কাঁধ, নীরব ত্যাগ কিংবা দীর্ঘশ্বাসের গল্প।
নাটকটির মূল বার্তা বাবারা অভিযোগ করেন না, তাই তাঁদের কষ্টটাও অনেক সময় অদৃশ্য থেকে যায়। নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদি, শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাকন চৌধূরী, আবু রায়হানসহ আরও অনেকে।
নির্মাতা ইকসান রনি বলেন, “এটা শুধু একটা নাটক না, এটা বাস্তবতা। এটি আমার খুব কাছের ও ভালোবাসার গল্প। যাকে ভেবে গল্পটি লিখেছি, তাকে নাটকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। সে আর বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে আছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।”
প্রযোজক কাজী সাইফুল ইসলাম বলেন, “দর্শকের প্রশংসায় আমি সত্যিই অভিভূত। ভালো গল্প মানুষ সবসময় গ্রহণ করে ‘বাবাও মানুষ’ তার প্রমাণ।”
নাটকটির দুর্দান্ত নির্মাণশৈলী, পরিচ্ছন্ন কালার গ্রেডিং, ক্যামেরা কাজ ও হৃদয়ছোঁয়া মিউজিক ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। প্রকাশের মাত্র ৫ দিনেই নাটকটি ১৬ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।
চ্যানেল আই-এ প্রচারের পর নাটকটি এখন কেএসআই এন্টারটেনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।









