জাতীয় সংসদ একটি গণতান্ত্রিক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সার্বভৌম ক্ষমতাবলে সংসদ একটি সভ্য ও অগ্রসর জাতির জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করে। যেখানে চূড়ান্ত হয় সরকারের আয়-ব্যয়ের খতিয়ান। এছাড়া নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। চলে যুক্তি, তর্ক, যা একটি দেশে সংসদীয় গণতন্ত্র অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যে কয়েকজন তরুণ প্রাণ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনার তরুণ এই তুর্কি তার প্রজ্ঞা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০০৮ সালে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যোগ দেওয়ার সুযোগ পান জুনাইদ আহমেদ পলক।
উল্লেখ করা যেতে পারে, ২০০৯ সালে শুরু হওয়া নবম জাতীয় সংসদে তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এরপর থেকেই অত্যন্ত সাবলীল, জ্ঞানগর্ভ ও দূরদৃষ্টিসম্পন্ন বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরে শুধু সংসদেই নয়, পুরো দেশবাসীর মনোযোগ আকর্ষণ করেছেন জুনাইদ আহমেদ পলক। পরিণত হয়েছেন তারুণ্যের ‘আইকন’ হিসেবে।
সাবেক এই ছাত্রলীগ নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। আর তাই পবিত্র সংসদে যে তিনি বাংলার অবিসংবাদিত নেতার প্রতি অবনত ও শ্রদ্ধাশীল থেকে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।
একজন তরুণ, পরিশ্রমী ও প্রজ্ঞাবান সংসদ সদস্য হিসেবে জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে যে অবদান রেখে চলেছেন তা এক কথায় অতুলনীয়। সংসদে বক্তব্য, যুক্তি উপস্থাপন, আলোচনা বা প্রশ্নের উত্তরে তার বিনয়, শব্দচয়ন, বাচনভঙ্গি ও জ্ঞানের গভীরতায় তিনি এক মাইলফলক তৈরি করেছেন। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে তার সেই সব কথা।
বইটির প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০২৩, মূল্য : ৫০০/-, পৃষ্ঠা: ৪০৮, প্রকাশনী: শ্রাবণ প্রকাশনী।







