যাদের পরিবার নেই, মাথা গোজার ঠাঁই নেই, তারাই জানে পরিবারের মূল্য কত! এই চিত্র সমাজে বিরাজমান। সবচেয়ে বেশি চোখে পড়ে বৃদ্ধাশ্রমে।
জীবনের লম্বা সময় পরিবারের সবাইকে নিয়ে হাসি আনন্দে পার করলেও অধিকাংশ বৃদ্ধাশ্রমে থাকা মানুষের শেষ জীবন কাটে সীমাহীন কষ্টে। যারা প্রতিনিয়ত পরিবারের ছায়া খোঁজেন। শেষ জীবনটা পরিবারকে আগলে রেখে বাঁচতে চান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জীবন কাটে বিপত্তিতে!
পবিত্র রমজানে এমনই এক মানবিক গল্প দেড় মিনিটে তুলে এনে ইতিবাচক বার্তা দিচ্ছে জনপ্রিয় পানীয় জুস ‘ফ্রুটিকা’।
আশফাকুর রহমান রবিনের স্ক্রিপ্ট সুপারভিশনে এটি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ।
ফ্রুটিকার পেজে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে। রমজানে উপলক্ষে ফ্রুটিকার উদ্যোগে বৃদ্ধাশ্রমে ইফতার ও ঈদের বাজার পৌঁছে দেওয়ার ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। শেষ জীবনটা যাদের বৃদ্ধাশ্রমে কাটে তাদের কষ্ট দূর করতে একটু মানবিক চিন্তা করলেই পাশে থাকা যায়।
‘বৃদ্ধাশ্রম যেন না হয় কখনও কারো শেষ আশ্রয়স্থল’ এমন বার্তা দেওয়া ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল অভিনেত্রী মনিরা মিঠুকে। আরও আছেন জেমি, আজিজুর রহমান আজাদ, আজম খান, আনোয়ার শামীম প্রমুখ।
বিজ্ঞাপনটি দেখে শতশত দর্শক মন্তব্য করেছেন। কেউ কেউ আবেগঘন হয়ে মন্তব্য করেছেন। তবে বেশিরভাগ মন্তব্যে তারা বলেছেন, বৃদ্ধাশ্রমে এমন উদ্যোগ নেওয়ার জন্য ফ্রুটিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ।








