অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো ইনারিতুর ‘বারদো’ ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। মাস খানেক আগে থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো, বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো নেটফ্লিক্স।
নেটফ্লিক্সের পাশাপাশি সিনেমা হলেও মুক্তি দেয়া হবে বহু প্রতীক্ষিত মেক্সিকান এই কমেডি ঘরানার ছবি। এতে ভক্তরা বড় পর্দায় ইনারিতুর ছবি দেখা থেকে বঞ্চিত হবেন না।
নেটফ্লিক্সের বরাতে জানা গেছে, মেক্সিকো, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, নেদারল্যান্ডস, জাপান এবং কোরিয়ার সিনেমা হলে মুক্তি পাবে ‘বারদো’ ছবিটি। ছবিটি প্রথমে থিয়েটারে মুক্তি পাবে, এরপর নেটফ্লিক্সে দেখা যাবে।
এই প্রসঙ্গে নেটফ্লিক্সের হেড অব গ্লোবাল ফিল্ম স্কট স্টাবার বলেন, ‘ইনারিতু আধুনিক নির্মাতাদের মাঝে সেরাদের একজন। বিশ্বের নানা প্রান্তের দর্শকদেরকে এই ছবিটি পৌঁছে দেয়ার জন্য ‘বারদো’ নেটফ্লিক্স ছবিটি দেখাবে। ইনারিতুর সঙ্গে বহু বছরের পরিচয়। তার সঙ্গে কাজ করতে পেরে এবং তার কাজ বিশ্বের দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
পরিচালনার পাশাপাশি ‘বারদো’ ছবির স্ক্রিপ্টও লিখেছেন ইনারিতু। এই ছবিতে মেক্সিকান একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল গিমেনেজ, এছাড়াও আছেন গ্রিসেলদা সিকিলিয়ানি।
‘বারদো’ কবে মুক্তি পাবে তা জানা যায়নি। গত বছরের সেপ্টেম্বরে ছবির শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
২০০০ সালে প্রথম সিনেমা ‘আমোরেস পেরোস’ দিয়ে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন মেক্সিকান নির্মাতা ইনারিতু। তার দ্বিতীয় ছবি ‘টুয়েন্টি ওয়ান গ্রামস’ও তুমুল আলোচিত হয় এবং ব্যবসায়ীক সফলতা লাভ করে। এছাড়া বাবেল ও বিউটিফুল নামের দুটি ছবিও বিশ্বের দর্শককে বিমোহিত করে। পরবর্তীতে হলিউডে দুটি সিনেমা নির্মাণ করেন গুণী এই নির্মাতা। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভিনেন্ট’ নামে সিনেমা দুটির মাধ্যমে সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছে যান ইনারিতু।
তার পরিচালিত ‘দ্য রেভিনেন্ট’ ৮৮তম অস্কার আসরে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পায়। এরমধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবার অস্কার পুরস্কার হাতে তুলেন ডিক্যাপ্রিও। এরআগে ‘বার্ডম্যান’ এর জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও শ্রেষ্ঠ চিত্রগ্রহণ- এই চারটি বিভাগে পুরস্কার অর্জন করে নেয়।







