যুদ্ধকালীন মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি জানানোয় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত।
প্রতিরক্ষামন্ত্রীর পদে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ইয়োভ গ্যালান্টের বরখাস্তের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধের (গাজায়) প্রথম মাসগুলোতে বিশ্বাস ছিল এবং খুব ফলপ্রসূ কাজও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ মাসগুলোতে আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার এই বিশ্বাসে ফাটল ধরে।









