সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তরুণদের বিক্ষোভের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
সোমবার ৮ সেপ্টেম্বর দ্য কাঠমুন্ডু পোস্টে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারি বাসভবনে জরুরি মন্ত্রিসভার বৈঠক শেষে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং সরকার কর্তৃক আরোপিত সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার কারণে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর এই পদত্যাগপত্র দেওয়া হল।
এ বিক্ষোভে কেবল কাঠমান্ডুতেই কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সুনসারি জেলার ইটাহারি শহরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দেশের বেশ কয়েকটি স্থানে কারফিউ জারি করেছে। কাঠমান্ডু এবং অন্যান্য জেলায় সমাবেশ এবং বিক্ষোভের উপর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুকসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে। এতে নেপালের তরুণ সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। পরে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া ব্লক করার প্রতিবাদে কাঠমুন্ডুতে হাজার হাজার তরুণর বিক্ষোভ শুরু করে।









