নেপালে চলমান সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে না এলে দেশটির নেতৃত্ব নিতে পারে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর রাতে একটি পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পরে তাদের সমাবেশ হবে। সমাধান না হলে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল সেনাবাহিনী বিক্ষোভকারীদের তাদের প্রতিবাদ কর্মসূচি স্থগিত করে সংলাপে আসার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগডেল বলেছেন, সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালিদের দায়িত্ব
যেহেতু ইতোমধ্যেই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে, তাই জাতীয় অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য অবদান রাখা সকল নেপালিদের সাধারণ কর্তব্য।
বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশন রক্ষা করতে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থ রক্ষা করা আমাদের যৌথ দায়িত্ব।
তাই, বর্তমান প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য, আমরা বিক্ষোভকারীদের তাদের বিক্ষোভ স্থগিত করে সংলাপে আসার আহ্বান জানাচ্ছি।
একটি পৃথক বিবৃতিতে, সেনাবাহিনী জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পরে তাদের সমাবেশ করা হবে।









