সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইতিহাস গড়েছে নেপাল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম জয় এটি।
টসে হেরে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। জবাবে নেমে ৯ উইকেটে ১২৯ রানে ক্যারিবীয়দের ইনিংস।
আগে ব্যাটে নামা নেপালের হয়ে রোহিত পাউডেল ৩৫ বলে ৩৮ রান করেন। ২১ বলে ৩০ রান করেন কুশল মাল্লা। ১৬ বলে ২২ রান করেন গুলশা ঝা। এছাড়া দিপেন্দ্র সিং আইরি করেন ১৯ বলে ১৭ রান।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৪ উইকেট নেন। নাভিন বিদাইসি নেন ৩ উইকেট।
ক্যারিবীদের রানতাড়ায় পাঠিয়ে চেপে ধরে নেপাল। নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন নাভিন বিদাইসি। ১৯ রান করে করেছেন আমির জাঙ্গো ও ফ্যাবিয়ান অ্যালেন। ৮ রান করেন আকিল হোসেন। ১৬ রান আসে কেসি কার্টির ব্যাট থেকে।
নেপালের হয়ে দুটি উইকেট নেন কুশল ভুর্তেল।









