চলমান বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) তিনি পদত্যাগ করেন। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে, কাঠমন্ডু বিমানবন্দরের কাছে আকাশে আতশবাজি ফুটিয়ে ফ্লাইট চলাচলে বাধা সৃষ্টি করেছে আন্দোলনকারীরা।
কাঠমন্ডু বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরা হচ্ছে না। হোটেলে অবরুদ্ধ রয়েছে পুরো দল।









