নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় ১৯ জন আরোহীসহ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এসময় উড়োজাহাজটির পাইলট ছাড়া বাকি ১৮ জন আরোহী নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১১ টা ১৫ মিনিটে সৌর্য এয়ারলাইন্সের উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। উড়োজাহাজটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী এই ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়লে দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটিতে এসময় ক্রু সদস্যসহ ১৯ জন আরোহী ছিলেন। তিনি আরও জানান, আহত পাইলট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে উড়োজাহাজটি থেকে কোন কিছু ভাঙার শব্দ শোনা গেছিল।








