নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংসদ ভেঙে দিয়েছেন এবং ৫ মার্চ, ২০২৬ তারিখে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তার পরেই ভেঙে দেওয়া হয়েছে নেপালের পার্লামেন্ট।
নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের রাষ্ট্রপতির দপ্তর । সেই সাথে আগামী বছর মার্চ মাসে নেপালে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।









