প্রথমবার আয়োজিত নেপাল কাবাডি লিগে (এনকেএল) অংশ নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ছয়জন। চার দলে খেলা বাকিরা একে একে বিদায় নিলেও ফাইনালে উঠেছে মিজানুর রহমানের দল কাঠমুন্ডু মেভারিকস। সন্ধ্যা ছয়টায় ফাইনালে নামবে জানাকপুর নাইটসের বিপক্ষে।
মিজানের কাঠমুন্ডু মেভারিকস সেমিফাইনালে জিতেছিল বিরাটনগর রেইডার্সের বিপক্ষে। বাংলাদেশের সেরা রেইডার গ্রুপপর্বে হিমালয় রেইডার্সের বিপক্ষে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।
ফাইনালের আগে মিজান বলেছেন, ‘নেপাল কাবাডির আয়োজিত প্রথমবারের এ আসরে চেষ্টা ছিল দলের জন্য ভালো কিছু করার। আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, নিজের সেরাটা দিতে চেষ্টা করব। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারব। আমিসহ বাংলাদেশ জাতীয় দলের ছয়জনকে নেপাল কাবাডি লিগে খেলার সুযোগ দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশে যেন এমন ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করা হয় সেটির দাবিও জানান এ রেইডার।’
বাংলাদেশে আয়োজিত বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। পুরো আসরে অসাধারণ খেলেছিলেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। গ্রুপপর্বের তিন ম্যাচে জিতে ম্যাচসেরার পুরস্কার জেতার পর ফাইনালসেরা হয়েছিলেন। যা তাকে আসরসেরা রেইডারের তকমা দিয়েছিল।









