নেপালের এভারেস্ট অঞ্চলে সম্প্রতি মারাত্মক দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার পর আগামী দুই মাসের জন্য প্রয়োজন ছাড়া হেলিকপ্টারের যেকোনো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপালের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
এনডিটিভির তথ্য অনুযায়ী, গতকাল বুধবার একটি টুইটার পোস্টে অপ্রয়োজনীয় ফ্লাইট যেমন পর্বত অঞ্চলে ভ্রমণ, বহিরাগত লোড অপারেশন এবং হেলিকপ্টারের সাহায্যে বিভিন্ন ইভেন্টে ফুল বর্ষণ ইত্যাদি আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার অধীনে থাকবে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএএন।
নেপালে গত মঙ্গলবার বেসরকারি মানাং এয়ার কোম্পানি পরিচালিত একটি ছোট হেলিকপ্টারে করে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের চূড়া দেখে ফেরার সময় পর্যটকবাহী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনায় পাঁচ মেক্সিকান পর্যটক এবং একজন নেপালি পাইলট নিহত হন।
জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষা মৌসুমের মাঝখানে এমন মারাত্মক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে নেপাল।
হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেস্ট শৃঙ্গসহ বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতশৃঙ্গের মধ্যে আটটিরই আবাসস্থল নেপালে। দেশটিতে বিমান দুর্ঘটনার বেশ কিছু ইতিহাস আছে। কারণ পাহাড় অঞ্চলের ছোট বিমানবন্দরগুলোতে প্রায়শই ফ্লাইট পরিচালনার সময় মেঘে আবৃত শৃঙ্গগুলো অদৃশ্য হয়ে যায়।







