স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পরদিন দেশে ফিরল কোচ মারুফুল হকের দল। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অবতরণ করে ট্রফিজয়ীদের বহন করা উড়োজাহাজ।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মিরাজুল ইসলামদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। ফ্লাইট বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় বিজয়ীদের বরণ। বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করেছে সাফজয়ীদের উড়িয়ে আনা ফ্লাইটটি।
বুধবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। মিরাজুলের জোড়া গোলের পাশাপাশি গোল করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপা জয় এটি। আগে তিনবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার গণমাধ্যমে জানিয়েছেন।









