টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলে সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। ৩ ম্যাচে জয় পেয়েছে এইডেন মার্করামের দল। প্রোটিয়ারা গ্রুপপর্বে শেষ ম্যাচটি খেলবে টেবিলের চতুর্থ দল নেপালের বিপক্ষে। যেখানে জয় ছাড়া অন্যকোনো চিন্তা করছেন না কোচ রব ওয়াল্টার।
‘যখন জয় পেতে থাকবেন, সেটা বেশ ভালো লাগবে। সবাই বেশ খুশি। কারণ তারা একটি দল হিসেবে খেলতে পেরেছে। আমরা কিছু জয় উদযাপনের সুযোগ পেয়েছি, যা আমাদের জন্য বেশ ভালো এবং এমন উদযাপন পরবর্তী অংশের জন্য সাথে নিয়ে যেতে চাই। আমরা পুলের সবগুলো ম্যাচ জিততে চাই। ওই বিষয়টির প্রতি আমরা মনোযোগ রাখছি।’
দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই নেপাল। তাদের জন্য সুখবর সেন্ট ভিনসেন্টে হতে চলা ম্যাচে পাবে তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে। টি-টুয়েন্টির বিভিন্ন লিগে খেলা স্পিনার গত নভেম্বরের পর আর কোনো ম্যাচে নামতে পারেননি।
কিংস্টনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে নেপাল ও সাউথ আফ্রিকা খেলতে নামবে। শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায়। সাউথ আফ্রিকার এটি শেষ গ্রুপ ম্যাচ হলেও নেপালের তৃতীয় ম্যাচ। প্রোটিয়ারা গত তিন জয়ের মধ্যে টাইগারদের বিপক্ষে ৪ রানের জয় তুলেছে।









