দেশে অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করা হবে।
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোন ব্যবহার করা যাবে না।
বিটিআরসি আশা করছে, এনইআইআর ব্যবস্থা চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্ক আরও নিরাপদ হবে এবং অবৈধ ফোনের ব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। তবে ব্যবহারকারীরা চিন্তা করবেন না, কারণ বর্তমানে যে বৈধ ফোন ব্যবহার হচ্ছে, সেগুলোতে কোনো ভোগান্তি হবে না।
এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার পর নতুন হ্যান্ডসেট কিনলে তা অবশ্যই নিবন্ধন করতে হবে। চুরি হওয়া বা অননুমোদিতভাবে আমদানি করা ফোন সনাক্ত হলে সেই ফোন ব্যবহার করা সম্ভব হবে না। বিটিআরসি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে নিরাপত্তা এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যাবে।









