মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া স্বাধীনতার সংগ্রাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ণতা লাভ করে। সেই ঐতিহাসিক বিজয়ের স্মরণে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।









