জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
তিনি আজ শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোন অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে বর্তমান অর্ন্তবর্তী সরকার ভয় না করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
সম্মেলনে আরও বক্তৃতা করেন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানসহ অন্যরা।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরীর সভাপতি নির্বাচিত হন এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তালেব চৌধুরী।









