পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছেন গায়িকা নেহা কক্করকে। চোখে জল এই শ্রোতাপ্রিয় শিল্পীর। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গিয়েছেন গায়িকা! মুহূর্তেই সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে! তবে কি সত্যিই বিপদের মুখে পড়লেন নেহা?
সম্প্রতি ছবি বিকৃত করে প্রায়শই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো! এ ক্ষেত্রেও তেমনই হয়েছে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নেহার যে গ্রেপ্তারির ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে তা সত্যি নয়! ছবিটি আসলে এআইয়ের তৈরী। এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা।
#WebQoof | A couple of edited images of singer Neha Kakkar getting arrested by the police is going viral on social media platforms with a fraudulent link. Read our fact-check here.https://t.co/BMmmWHHy1X
— WebQoof (@QuintFactCheck) January 13, 2025









