ইন্ডিয়ান আইডল ১৩-র নতুন প্রোমো ঘিরে সামাজিক মাধ্যমে চলছে চর্চা। এক মঞ্চে ডান্ডিয়ার তালে পারফর্ম করতে দেখা গেছে নেহা কক্কর আর ফাল্গুনী পাঠককে। এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক দর্শক। দুদিন আগেও যেখানে একে অপরের দিকে অভিযোগ তুলে আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তাহলে কি পুরো ব্যাপারটাই প্রচারণার খাতিরে সাজানো?
সনির তরফ থেকে প্রকাশ করা নতুন প্রমোতে দেখা গেছে, ইন্ডিয়ান আইডল ১৩-তে একসঙ্গে পারফর্ম করছেন নেহা কক্কর ও ফাল্গুনী পাঠক। নবরাত্রির বিশেষ পর্বে নেহা-ফাল্গুনীকে একসঙ্গে দেখা যাবে। চলতি সপ্তাহের শেষে দেখা যাবে পর্বটি। নতুন পর্বের প্রমো দেখে দর্শক মনে করছেন, দুই তারকার বিবাদ কেবলই পাবলিসিটি স্টান্ট।
প্রোমোতে দেখা গেছে গোলাপি পোশাকে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন নেহা কক্কর। হাতে ডান্ডিয়া স্টিক। স্টেজে আসার জন্য ফাল্গুনীকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘লিজেন্ডারি ফাল্গুনী ম্যাম’।
শো-এর কাছের এক সূত্র জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, এই শো-এর শুটিং করা হয়েছে আগস্টে। অর্থাৎ তাদের বিবাদে জড়ানোর অনেক আগেই ধারণ করা হয়েছে দৃশ্যগুলো। তখন নেকা কক্কর ও ফাল্গুনীর পাঠকের সম্পর্ক স্বাভাবিক ছিল।
ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ গানের রিমেক করেছেন নেহা কক্কর। নাম ‘ও সাজনা’। অনুমতি না নিয়ে গান রিমেক করায় নেহার উপর চটেছিলেন ফাল্গুনী। বলেছেন, ‘ফালতু বানালে কেন গানটিকে?’ আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছিলেন গায়িকা। এই বিবাদের পরেই প্রকাশ পেল প্রমো। গানের তালে একসঙ্গে নাচতে দেখা গেল তাদের।
সূত্র: হিন্দুস্তান টাইমস







