‘যুক্তি দিয়ে মুক্ত করি সকল রুদ্ধদ্বার’ এই স্লোগান কে ধারণ করে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ) বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব-২৪।
আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টায় র্যালীর মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার পর একে একে অনুষ্ঠিত হলো স্কুল পর্যায়ের বাংলা ফাইনাল বিতর্ক, যেখানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং বর্ডারগার্ড বাংলাদেশ স্কুল ফাইনালে অংশগ্রহণ করে। বিজয়ী হয় বর্ডার গার্ড বাংলাদেশ স্কুল।
কলেজ পযার্য়ের বাংলা ফাইনাল বিতর্ক যেখানে অংশগ্রহণ করে এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজ। বিজয়ী হয় সিলেট এমসি কলেজ। অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, বাংলা বারোয়ারী বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং, ইংরেজি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠিত হলো নতুন বাংলাদেশে আমিই সেরাদের সেরা আঞ্চলিক বিতর্ক। যেখানে অংশগ্রহণ করে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী ও যশোর জেলার প্রতিনিধিরা।
এছাড়া অনুষ্ঠিত হলো দ্রোহের কেতন উড়িয়ে আমি বিপ্লবী রণতূর্য্য শিরোনামে প্লানচেট বিতর্ক যেখানে অংশগ্রহণ করে ২৪-এর গণআন্দোলনে শহীদ হওয়া মুগ্ধ, আবু সাঈদ, ইন্দিরা গান্ধী, মাইকেল জ্যাকশন, প্রীতিলতা এবং চে গুয়েভারা।
রিকাবাজার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের উদ্বোধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দানবীর রাগীব আলী, ইবনে সিনার ম্যানেজার হামিদুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান খলিলুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন এক্সিম গ্লোবাল লিমিটেড-এর পরিচালক (অর্থ) ভাস্কর নাজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান খলিলুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, মনোয়ারা বেগম, কর্ণধর সুগন্ধা নার্সারী।
এই আয়োজনে কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন আবু কাইসার মো. আল-আমিন। কো-কনভেনর নিশাত পানডে, রাহিকুল হক সিদ্দিকী, মো. আবিদুর রহমান আবিদ, মারুফ ইসলাম জিহান, মো. আরিফুল ইসলাম, নাজমুস সাকিব সামি, আরাফাত রহমান চৌধুরী, আবু তানভির মো. নাদের, তাওহীদ ইসলাম এবং আবদুল্লাহ বিন ফাত্তাহ রিফাত।
অর্গানাইজার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আদিল আহনাফ, তামিম বিন সাবুর, আহনাফ কামলা চৌধুরী, আহসানুল হক আদিব, প্রতাশা তালুকদার তনু, রাকিন হুচাইন সালমান।
ঢাকা সেন্ট্রাল জোন থেকে উপস্থিত ছিলেন মহাসচিব আশিকুর রহমান আকাশ, মহাপরিচালক এম আলমগীর। আরও উপস্থিত ছিলেন বিলকিস বারী, সোহাগ নাফিস, মো. তাওহীদ হোসেন দীপ্র, ফারুক আহমেদ শুভ, মতিউর রহমান, হাবিবুল্লাহ রনি, তিশা পারভিন এবং ফাহাদ, সাদিকা তাসনিম অর্নিলা।
এনডিএফ কতৃক আয়োজিত এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন গ্রীণ এক্সিম গ্লোবাল লিমিটেড, মোডা ইটালিয়ান, ইবনে সিনা হসপিটাল সিলেট। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, বার্তা ২৪, দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজ।









