বাংলাদেশ বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন’ (এনডিএফ বিডি) এর আয়োজনে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩’
জাতীয় শিশু একাডেমি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০০ শিক্ষার্থী, বিতার্কিক, মডারেটর, সংগঠকবৃন্দ অংশগ্রহণ করেন।

২৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন এবং গ্রান্ড র্যালির মাধ্যমে শুরু হয় জাতীয় পর্যায়ের এই বিতার্কিকদের মহাসম্মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন বিতার্কিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’কে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়।

আয়োজনে এনডিএফ বিডি’র পক্ষ থেকে আজীবন সম্মাননা-২০২৩ পুরস্কার প্রদান করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এনডিএফ বিডি এর প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস ট্যাক্স একাডেমির মহাপরিচালক এবং এনডিএফ বিডির সম্মানিত উপদেষ্টা এফ এইচ আরিফ, জিএস শাখাধীন শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. রেজাউল ইসলাম এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব কবেন এনডিএফ বিডির সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় পলিসি বিতর্ক। এবারের পলিসি বিতর্কের বিষয়ঃ বিতর্ককে পাঠ্যসূচীতে অন্ত্রর্ভুক্ত করার এখনই সময়। পলিসি বিতর্কের পক্ষ দলে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। বিপক্ষ দলে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং এনডিএফ বিডির উপদেষ্টা এবং মডা ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ই জেড আম মাসুদুর রহমান শিমুল প্রমুখ। সমাপনি আয়োজনে সভাপতিত্ব করেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব।
দুইদিন ব্যাপী জাতীয় বিতর্ক কার্নিভালে আরও আয়োজনের মধ্যে ছিল র্যালি, শিশু বিতর্ক, লিডারশীপ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা সহ নানা প্রতিযোগিতা। এছাড়াও ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমের সদস্যদের জানানো হয় বিশেষ সম্মাননা।







