দুর্নীতিরোধ করা এবং দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান বক্তারা।
এসময় নেতারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেনজীর-মতিউরের মতো কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়ার সাহস পায়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনবান্ধব খাতে ব্যবহারের দাবি জানান তারা। পরে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মন্ডল, আল আমিন বৈরাগী, নিজাম উদ্দীন প্রমুখ।
কুশপুত্তলিকা দাহ করার পর সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি। যে সাপ দংশন করছে, সেই সাপের নাম রাসেলস ভাইপার। সেই রাসেলস ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ৬০০।
তিনি আরও বলেন, সচিবালয়ের রাসেলস ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিকভাবে। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকা আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার রাজনীতিকগণ।









