নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, শাপলা ছাড়া অন্য কোন প্রতীক নেবেন না তারা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে নেতারা এ কথা বলেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, ‘আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতে দিবে না তরুণ সমাজ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে গেলে তরুণ সমাজের রক্তের উপর দিয়ে যেতে হবে। বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে এগুলো নোট অব চিটিং।
তিনি বলেন, বাংলাদেশে আর কোন ভাইয়া গিরি চলবে না। বাংলাদেশে বিএনপির স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেবো না।
এরআগে, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।









