মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন হলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটা বিবেচনাধীন।
বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে বসেন নাহিদ ইসলাম।
সারাদেশে মাঠ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন স্থানে নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। প্রশাসন নিশ্চুপ হয়ে বিএনপির পক্ষ নিচ্ছে। এই প্রশাসন দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না।
রাষ্ট্র সংস্কার ও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশিত পরিবর্তন ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলা নিষ্প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।









