‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার ৩ ডিসেম্বর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র সাথে এক বৈঠকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রতিনিধি দলের অন্যরা হলেন-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে, গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দকৃত এনসিপিকে প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত করা হয়েছে ইসির ওয়েবসাইটে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।








