বিএনপি বা জামায়াতের সাথে জোটের কোন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এনসিপি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, দেশের যেসব মধ্যমপন্থার রাজনৈতিক দল আছে, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মাঝখানে আমাদের একটা জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমরা মনে করছি, এই জোটের যে রূপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন। আশা করছি আমরা খুব শিগগিরই আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে। আগামীতে সমমনা যে জোট হবে তাদের জায়গা থেকে বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট, সেটাকে ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি এটিকে যারা ধারণ করতে পারবে তাদের সাথেই আমাদের জোট হবে।
এর আগে সারজিস আলম এনসিপির মাধ্যমে পাওয়া জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অনুদানের তালিকা ঘোষণা করেন।
সভায় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এ্যাড জুলফিকার আলম নয়ন, যুগ্ম সমন্বয়কারী আব্দুল লতিফ, তানবিরুল বারী নয়নসহ বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন মসজিদ মন্দিরের কমিটির লোকজন উপস্থিত ছিলেন।









