ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সংহতি সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে ফেনীতে যাচ্ছেন এনসিপির নেতারা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় গণতান্ত্রিক সংস্কার জোট, ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান সন্তান মজিবুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারন সম্পাদক দিদার ভূঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল ও এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
সমাবেশে সভাপতিত্ব করবেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ। সঞ্চালনায় থাকবেন এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
আয়োজকরা জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ শোক ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করা হয়েছে। সম্মেলনে যোগদানের পূর্বে বেলা ১২টার দিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচন করতে মনোনয়নপত্র গ্রহন করার কথা রয়েছে।









