খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার পর মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী। অভিযানে বেরিয়ে আসছে বিভিন্ন তথ্য। ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে পাওয়া গেছে ভিন্ন কিছু তথ্য।
জানা গেছে, ঘটনাটি মোতালেব শিকদারের জনৈক বান্ধবী তন্নীর ভাড়া বাসায় ঘটেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, নগরীর সোনাডাঙ্গা এলাকায় ‘মুক্তা হাউজ’ নামক একটি বাসায় গুলিবিদ্ধ হন এনসিপির এই নেতা।
বাসার মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, মাস দুয়েক আগে তন্নী নামের ওই নারী বাসাটি ভাড়া নেন। তবে তার চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় চলতি মাসেই তাকে বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছিলেন মালিক।
কেএমপির উপ কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তবে রাজনৈতিক প্রতিহিংসার চেয়ে ব্যক্তিগত ও অভ্যন্তরীণ কোন্দলকেই গুরুত্ব দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশের প্রাথমিক তদন্ত মতে মাদক, নারী ঘটিত বিষয় কিংবা দলের অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে ধরণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা,বিভিন্ন ধরনের মদকের সরঞ্জম জব্দ করেছে পুলিশ। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুরের দিকে মো. মোতালেব শিকদার নামের ওই নেতাকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।









