জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির নেতারা গোপালগঞ্জে পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসুচিতে দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একে একে বক্তব্য দেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর দুইটার দিকে দলের কেন্দ্রীয় নেতারা জেলার পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে বক্তব্য দেন।
এসময় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, গোপালগঞ্জকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বলেন, “রাস্তা আটকে, হামলা করে গোপালগঞ্জের সাহসী জনতাকে আটকে রাখা সম্ভব না। আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।”
তিনি আরো বলেন, “মুজিববাদি সংবিধান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান বাধা। মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে। আজকে যে বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেওয়া হবে।”
নাহিদ বলেন, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজের মর্যাদা রক্ষা করার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। আমরা যদি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে এসে হাজির হবে। কারা বাধা দিয়েছে কারা হামলা করেছে এর বিচার যদি না হয় তাহলে আমরা আবার গোপালগঞ্জে আসবো।”
এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “শেখ হাসিনা যদি গোপালগঞ্জকে ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। গোপালগঞ্জের বিষয়ে শেখ হাসিনা একবারও ভাবেন না।”









