মঙ্গলবার শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসর। চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ডিভিশন। এবার রান সংগ্রহে সবার উপরে আছেন খুলনা ডিভিশনের ওপেনার সৌম্য সরকার। উইকেট সংগ্রহের সবার উপরে বরিশাল ডিভিশনের তানভীর ইসলাম।
জাতীয় দলের ওপেনার সৌম্য ৭ ম্যাচ খেলে ১৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ৬৩৩ রান। গড় ৪৫.২১ এবং স্ট্রাইকরেট ৭৬.৪৫। দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন সিলেটের জাকির হাসান। জাতীয় দলের বাঁহাতি ওপেনার ১৩ ইনিংসে ব্যাট করে তুলেছেন ৬২৮ রান। গড় ৫৭.০৯ এবং স্ট্রাইকরেট ৬৩.৮৯। তৃতীয় সর্বোচ্চ রান ঘরোয়াতে দুর্দান্ত খেলতে থাকা ঢাকার মার্শাল আইয়ুব। ১২ ইনিংসে করেছেন ৬২৫ রান। জাকিরের থেকে গড় একটু বেশি ৬২.৫০ এবং স্ট্রাইকরেট ৫৮.৪১।
তালিকার চতুর্থ স্থানে আছেন রাজশাহীর প্রিতম কুমার। ১৪ ইনিংসে করেছেন ৫৭৪ রান এবং গড় ৪১, স্ট্রাইকরেট ৬২.৫৩। পঞ্চম স্থানে এবারের বিপিএলে সর্বোচ্চ দাম ওঠা ময়মনসিংহের নাঈম শেখ। ১২ ইনিংসে তুলেছেন ৫৪৭ রান। গড় ৪৯.৭৩ এবং স্ট্রাইকরেট ৬৮.৩৮।
সেরা দশে ৫৪৩ রান করে ছয়ে আছেন ঢাকার আশিকুর রহমান শিবলি, ৪৯৪ রান করে সাতে ঢাকার আনিসুল ইসলাম, ৪৫৩ রান করে আটে বরিশালের ইফতিখার হোসেন ইফতি, ৪৪০ রান করে নয়ে সিলেটের অমিত হাসান এবং ৪২১ রান করে ময়মনসিংহের আবু হায়দার রনি দশে।
উইকেট সংগ্রহে সবার উপরে বরিশালের তানভীর ইসলাম। জাতীয় দলের স্পিনার ১৩ ইনিংসে ৩৪ উইকেট নিয়ে সবার উপরে। দুইয়ে রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ। ৮ ইনিংসে ঝুলিতে পুরেছেন ২৯ উইকেট। তিনে চট্টগ্রামের নাঈম হাসান। ১৩ ইনিংসে ২৭ উইকেট নিয়েছেন।
উইকেট সংগ্রহে চারে বরিশালের রুয়েল মিয়া। ১২ ইনিংসে নিয়েছেন ২৭ উইকেট। পাঁচে সিলেটের আবু জায়েদ রাহি। ১০ ইনিংসে নিয়েছেন ২৫ উইকেট।
২৩ উইকেট নিয়ে ছয়ে আছেন ময়মনসিংহের শুভাগত হোম চৌধুরী, ২২ উইকেট নিয়ে সাতে রাজশাহীর সানজামুল ইসলাম, ২২ উইকেট নিয়ে রংপুরের রবিউল ইসলাম আটে। ২১ উইকেট নিয়ে ময়মনসিংহের আসাদুল্লাহ হিল গালিব নয়ে এবং ২১ উইকেট নিয়ে চট্টগ্রামের ইরফান হোসাইন আছেন দশে।









