জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ডিভিশন। সর্বোচ্চ জয় ও ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে দলটি। মৌসুমে দুটি এনসিএল শিরোপা জিতল যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর দল।
আট বিভাগের সাত ম্যাচে সর্বোচ্চ ৩টি জিতেছে রংপুর। তিন ম্যাচে ড্র এবং পরপর দুটি ম্যাচের জয়ে এক পয়েন্ট বোনাস পেয়েছে আকবরের দল। সবমিলে ৩১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আসরে একটি ম্যাচে হেরেছিল তারা।
রানার্সআপ হয়েছে সিলেট ডিভিশন। সাত ম্যাচে দুটি জয়, পাঁচ ড্র এবং এক ম্যাচে ১০ উইকেটের জয় এবং পরপর দুই ম্যাচে জিতে দুটি বোনাস পয়েন্ট পেয়েছিল দলটি। ২৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা।
আসরে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ময়মনসিংহ ডিভিশন। দুই জয়, এক হার এবং চারটিতে ড্র করেছিল তারা। চতুর্থ হয়েছে খুলনা ডিভিশন। সাত ম্যাচের মধ্যে দুটি জয়, দুটি হার এবং তিনটিতে ড্র করেছিল দলটি। খুলনার মোট পয়েন্ট ২২।
এছাড়া ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বরিশাল ডিভিশন। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে চট্টগ্রাম ডিভিশন, ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম ঢাকা ডিভিশন এবং ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল রাজশাহী ডিভিশন।









