এনসিএলের দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে আসাদুল্লাহ আল গালিব এবং অমিত হাসানের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে সিলেট। আরেক ম্যাচে রংপুরকে ফলোঅনে পাঠিয়েছে চট্টগ্রাম, হাসান মাহমুদ তুলে নিয়েছেন ৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ২ উইকেটে ৩৫ রান নিয়ে শুরু করে সিলেট। দিনের ৮২.৩ ওভারে তাদের মাত্র ১ উইকেটের পতন হয়েছে, ৩ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে দলটি।
তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২৬৪ রান তুলেছেন অমিত-গালিব। গালিব ১৩ চার ও এক ছক্কায় ১৯৯ বলে অপরাজিত আছেন ১১১ রানে। অমিত ২০১ বলে ২৪ চার ও এক ছক্কায় অপরাজিত আছেন ১৭২ রানে। ওপেনার জাকির হাসান ৭৪ বলে ৬০ রান করেছেন।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ধস নামে রংপুরের ব্যাটিংয়ে। চট্টগ্রামের হয়ে হাসান মাহমুদ ও ইফরান হোসেনের বোলিং তাণ্ডবে দ্বিতীয় দিনে ১২৬ রানে গুটিয়ে যায় রংপুর।
প্রথমদিনে চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ২৭০ রানে শেষ করেছিল। দ্বিতীয় দিনে ৩৫০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ রান করেন জিল্লুর রহমান বিজয়। ২০৪ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। রবিউল হাসান এবং মেহেদী হাসান রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে রংপুর। সর্বোচ্চ রান ৭৮ বলে অপরাজিত ৪৬, তানবীর হায়দারের ব্যাটে এসেছে।
হাসান মাহমুদ ১৩ ওভারে ৩১ রান খরচায় নেন ৫ উইকেট। ১১ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ইফরান। ১টি করে উইকেট নেন নাঈম হাসান এবং হাসান মুরাদ।
ফলোঅনে নেমে কোন উইকেট না হারিয়ে ৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর।









