মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে আমদানিকৃত মোবাইল ফোনে বিদ্যমান আমদানি শুল্ক কার্যত ৬০ শতাংশ কমে গেল।
এনবিআর সূত্র জানায়, ভোক্তাদের জন্য মোবাইল ফোনের দাম সহনীয় করা এবং বাজারে স্থিতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
এই লক্ষ্যেই এনবিআর পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ (পার্টস) আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন কার্যকর হওয়ায় বাজারে মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এনবিআরের হিসাব অনুযায়ী—
৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ আমদানিকৃত মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে।
৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমার সম্ভাবনা রয়েছে।









