জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হয় দিনভর নানা অনুষ্ঠান। এরমধ্যে ৪টি নজরুল সংগীতের বিশেষ মিউজিক ভিডিও’র অনুষ্ঠান ‘হে প্রিয় আমারে দিবনা ভুলিতে’।
দেশের খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার পরিবেশনায় এই গানগুলো প্রচারিত হয়। গানগুলো ছিল চুড়ির তালে নুড়ির মালা, নাইয়া ধীরে চালাও তরণী, রাঙামাটির পথে লো এবং হে প্রিয় আমারে দিবনা ভুলিতে। এই ৪টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয় চট্টগ্রাম, কর্ণফুলী নদী ও পূর্বাচলের বিভিন্ন মনোরম লোকেশন।

এই অনুষ্ঠানের প্রতিটি গানই দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল “হে প্রিয় আমারে দিবনা ভুলিতে” গানটি। এই গানটিতে হৃদয়ের অনুভবে কবি কাজী নজরুল ইসলাম-এর উপস্থিতি দেখানো হয়েছে।
শিল্পী ফেরদৌস আরার পাশাপাশি কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন মেহমুদ সিদ্দিক লেলিন। অন্যান্য গানগুলোতে অভিনয় করেছেন আলফা চলচ্চিত্র অভিনেতা আলমগীর কবীর।

এছাড়াও মৃন্ময়ী দাস এবং চুড়ির তালে নুড়ির মালা গানটিতে নৃত্যপরিবেশন করেছে চট্টগ্রামের দীপশিখা নৃত্যগোষ্ঠী। “হে প্রিয় আমারে দিবনা ভুলিতে” অনুষ্ঠানটির প্রকল্প প্রধান হিসেবে ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি এবং ৪টি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চ্যানেল আইয়ের রেজাউল করিম কাজল, প্রধান চিত্রগ্রাহক খোরশেদ আলম ও সম্পাদনা করেছেন ছলিম উল্লাহ ছলি।









