মগ্ন হয়ে যাদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের গান শুনে শুনে বহু দিন কেটে গেল শ্রোতাদের, তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা। এবার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তার কণ্ঠে শোনা যাবে নজরুল সংগীত সমগ্র!
ফেরদৌস আরার কণ্ঠে পাঁচ খণ্ডের নজরুল সংগীত এবার ডিজিটালে প্রকাশিত হয়েছে। তার গাওয়া নজরুল সংগীত সমগ্র’র ডিজিটাল প্রকাশনা অনুষ্ঠান ছিলো শনিবার। এদিন জানানো হয়, এখন থেকে ইমপ্রেস অডিও ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে গানগুলো শুনতে পারবেন শ্রোতাদর্শক।
ডিজিটালি নজরুল সংগীত সমগ্র মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ফেরদৌস আরা। তিনি বলেন, ‘ডিজিটাল হওয়ার কারণে মানুষের পরিশ্রম কমেছে। এখন আর ফিজিক্যালি গিয়ে খুঁজে বের করতে হবে না। যেখানে বসে ইচ্ছে, বিশাল একটা আর্কাইভ পেয়ে যাবেন শ্রোতারা। শুধু একটি ক্লিকেই আমার গাওয়া সমস্ত নজরুল সংগীত পেয়ে যাবেন।’
তিনি বলেন,‘চ্যানেল আইয়ের এমনিতেই একটি সমৃদ্ধশালী আর্কাইভ রয়েছে। সেখানে আমার গাওয়া নজরুল সমগ্র ডিজিটালি জায়গা করে নিলো, এটা নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের।’
আমি যখন গানগুলো রেকর্ড করি, তখনতো ডিজিটাল কী বিষয় সেটা ভাবিনি। আগের ফরম্যাটেই করেছি। ফিতে ক্যাসেট, তারপর সিডি। এগুলো বিদেশেও নিয়ে যাওয়া হতো। ক্যাসেটগুলো মানুষ কিনে নিচ্ছে, এটার যে ফিলিং সেটা হয়তো আমরা এখন পাবো না। কিন্তু দূর দূরান্তের মানুষের কাছে গানগুলো পৌঁছে যাচ্ছে, এটা দারুণ পাওয়া।’












