আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়া-না যাওয়া নিয়ে উত্তপ্ত ক্রীড়াঙ্গন ও রাজনীতি। ইতিমধ্যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুল লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
ভারতের উগ্র সাম্প্রদায়িক নীতির কথা টেনে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
রোববার দুপুরে সিলেটে বিসিবির জরুরি সভা বসেছিল। সেখানে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ভারতে খেলতে যাবে না জানিয়ে আইসিসিকে মেইল করেছে বিসিবি, চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো।’









