জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও জাগরণের গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি ব্যতিক্রমধর্মী সংগীত অ্যালবাম। যার প্রকাশনা উপলক্ষে থাকছে ‘নজরুল রক কনসার্ট ২০২৫’।
এই বিশেষ অ্যালবামের প্রকাশনা উপলক্ষে শনিবার (৩১ মে) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য ‘নজরুল রক কনসার্ট’-এ অংশ নেবে ওয়ারফেজ, সোলস, আর্ক, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক এবং এফ মাইনর ব্যান্ড।
তারা অ্যালবামের ১০টি গান পরিবেশনের পাশাপাশি নজরুলের আরও কিছু অনুপ্রেরণামূলক গান পরিবেশন করবেন বলে জানা গেছে। যেখানে থাকবে শক্তিশালী সুর, আধুনিক রক ঘরানার উপস্থাপন এবং জীবন্ত মঞ্চ পরিবেশনা। পাশাপাশি নজরুলের কিছু কবিতা আবৃত্তির আয়োজনও থাকবে কনসার্টে।
কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার হাতেই উন্মোচিত হবে “নজরুল রক” অ্যালবামের মোড়ক।
অ্যালবামের সব গান পর্যায়ক্রমে প্রকাশ করা হবে কবি নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
এই আয়োজনের মাধ্যমে নজরুলের চেতনা যেমন নতুনভাবে ধ্বনিত হবে, তেমনি তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর সৃষ্টির একটি শক্তিশালী সংযোগও গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।









