অ্যাডলফ হিটলার এবং পার্টির অধীনে থাকা প্রধান আধাসামরিক সংস্থা শুটজস্টাফেল’র প্রতীকের সঙ্গে জার্মান ফুটবল দলের ৪ নম্বর জার্সির মিল রয়েছে। এবার তাই ৪ নম্বর জার্সির নকশায় পরিবর্তন করা হবে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।
আগামী জুনে ইউরো চ্যাম্পিয়নশিপের আসরের পর্দা ওঠার আগেই ৪ নম্বর জার্সির নতুন নকশাটির আত্মপ্রকাশ হয়েছে। ফ্রান্সের বিপক্ষে গত মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের সময় সেই জার্সির ব্যবহার দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতিতে ডিএফবি জানায়, ‘০-৯ নম্বর জার্সিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর ১-২৬ নম্বর জার্সি পর্যালোচনার জন্য উয়েফাতে জমা দেয়া হয়। জার্সির নকশা তৈরির প্রক্রিয়াতে নাৎসি প্রতীকের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।’
‘তবুও আমরা মন্তব্যগুলোকে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য সুযোগ দিতে চাই না। আমরা ৪ নম্বর জার্সির জন্য একটি বিকল্প নকশা তৈরি করে এটি উয়েফার এর সাথে সমন্বয় করবো।’
ঠিক একই কারণে ৪৪ নম্বর জার্সি প্রত্যাহারের পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ দুটি চার একসাথে নাৎসি পার্টির শুটজস্টাফেল গ্রুপের ব্যবহৃত স্টাইলাইজড এসএস’র (SS) সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এসএস নামে পরিচিত গ্রুপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছিল। স্টাইলাইজড এসএস প্রতীক জার্মানিতে নিষিদ্ধ। ডিএফবি’র অফিসিয়াল জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস আগেই বলেছিল, তারা ৪৪ নম্বর জার্সিটি সরিয়ে নেবে।







