ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় ছিল ভারতীয় দক্ষিণী তারকা নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। যদিও গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত নিলেশ কৃষ্ণা পরিচালিত এই ছবিটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়!
তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে বিতর্কের শুরু! যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হলো সিনেমাটি।
দর্শকের একাংশ ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, ছবিটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ, এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেওয়া হয়েছে। যে বিষয়কে কেন্দ্র করে এর আগে ভারতে মুক্তি প্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিয়েও ব্যাপক বির্তক শুরু হয়েছিল।
ছবিটির গল্প মূলত অন্নপুরাণী নামে উচ্চাভিলাষী নারীকে নিয়ে। যে একটি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তার স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া। এক বন্ধুর সাহায্যে সে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে। ছবির মূল বক্তব্য, খাবারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তবে প্রতিবাদকারীদের বক্তব্য, ছবিতে রামকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের ছবির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ছাড়া অভিযোগ করা হয়েছে মুম্বাইয়েও।
প্রবল বিতর্কের মধ্যে ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিওজ এর মধ্যেই দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে ছবিটি পুনরায় মুক্তি দেওয়া হবে। তবে এ বিষয়ে ছবির প্রধান অভিনেত্রী নয়নতারার বক্তব্য পাওয়া যায়নি। ছবিটিতে নয়নতারা ছাড়াও আরো অভিনয় করেছেন জয়, সত্যরাজ সহ আরো অনেকেই।- ইন্ডিয়ান এক্সপ্রেস
ঢাকা/ এফএমএস/এমটিএল







