বিজয়ের মাস ডিসেম্বর প্রায় শেষ হতে চললো। আর এই মাসের একেবারে শেষ প্রান্তে এসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।
আকরাম খান পরিচালিত ছবিটি দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্সসহ রাজধানী, চট্টগ্রাম, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এরমধ্যে রয়েছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার (ঝিগাতলা), সনি স্কয়ার (মিরপুর), স্টার সিনেপ্লক্স বালি আর্কেড(চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।
মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। বিজয়ের মাসকে ঘিরে তাই সিনেমাটি দর্শকের সামনে নিয়ে এলেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান।
অভিনেত্রী জয়ার প্রত্যাশা, প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা সিনেমাটি দেখবেন এবং তাদের ভালোবাসা জানাবেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।
এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।









